পুরুলিয়া ১: মর্মান্তিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তি কে চাসমোরড়ের কাছে ফেলে পালিয়ে গেল গাড়ির চালক, ঘটনাস্থলে মৃত্যু ব্যক্তির
মারুতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম বাইক আরোহী । জখম যুবকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝপথে রক্তাক্ত অবস্থায় এক নম্বর ব্লকের অন্তর্গত চাশমোড়ের কাছে রাস্তায় ফেলে পালিয়ে যায় মারুতি গাড়ির চালক। ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হলো বাইক আরোহীর । সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পুরুলিয়া - রাঁচি ১৮ নম্বর জাতীয় সড়কের উপর জয়পুর থানার নারায়নপুর গ্রামের অদূরে । মৃত যুবকের নাম বিকাশ মাহাতো (২৫) । বাড়ি পুরুলিয়ার চাপাইটাড় গ্রামে ।