হাঁসখালি: নৃসিংহপুরে বাইক চুরির ঘটনায় হাসখালি থেকে গ্রেফতার বাইক চোর
শান্তিপুরে বাইক চুরির ঘটনায় হাসখালি থেকে গ্রেফতার বাইক চোর। সূত্রের খবর, শান্তিপুর থানার নৃসিংহপুর এলাকায় গত 4 মাস আগে এক ব্যক্তির মোটর বাইক চুরি হয়ে যায়। সেই ঘটনায় বাইক এর মালিক শান্তিপুর থানায় অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এর পর বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ ওই বাইকের চোর কে চিহ্নিত করলেও তার সন্ধান মিলছিল না। আর সেই ঘটনাতেই সোমবার রাতে হাসখালি থেকে ওই বাইক চোরকে গ্রেফতার করে শান্তিপুর পুলিশ।