বরাবাজার: সিন্দরী কমিউনিটি হলে আয়োজিত হল তৃণমূল কংগ্রেসের সংবর্ধনা সভা
তৃণমূল কংগ্রেসের সিন্দরী অঞ্চল কমিটি উদ্যোগে কমিউনিটি হলে আয়োজিত হল সম্বর্ধনা সভা রবিবার দুপুরে, বরাবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি সহ-সভাপতি এবং মহিলা তৃণমূল যুব তৃণমূল আইএনটিটি ইউ সি সহ সমস্ত নবনির্বাচিত সভাপতিদের সম্বর্ধিত করা হয় এ'দিনের সভায়।