সাঁইথিয়া: সাঁইথিয়ার জুইতে গ্রামে ডিজের তালে প্রতিমা নিরঞ্জন সম্পন্ন
আজ শনিবার বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত জুইতে গ্রামে ডিজে বক্সের মাধ্যমে বের করা হলো দুর্গা প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা টি গোটা গ্রাম পরিক্রমা করার পর গ্রামেরই একটি পুকুরে নিরঞ্জন করা হয় আনুমানিক রাত্রি দশটা নাগাদ সেই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়।