দাসপুর ১: দাসপুর এলাকায় প্রতিমা নিরঞ্জনে এলাকার মানুষজন
দাসপুর এলাকায় চোখের জলে বিদায় দিলেন মা দুর্গা কে লক্ষ্মী কাত্তিক গণেশ সরস্বতী সমেত মা দুর্গাকে চোখের জলে বিদায় দিলেন এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন দাসপুর থানার পুলিশবাহিনী যেখানে অপ্রীতিকর ঘটনা রাতে রাস্তায় নিয়ন্ত্রণ রক্ষা করতে পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন।