দিনহাটা ১: দিনহাটায় ২৮০টাকার লটারি কিনে এক মহিলা জিতলেন ১কোটি টাকা! নিরাপত্তার স্বার্থে এলেন দিনহাটা থানায়
দিনহাটায় ২৮০ টাকার লটারি কিনে জয়লাভ করলেন এক কোটি টাকা! এক মহিলার ভাগ্যবদলের এই অসাধারণ গল্পে উত্তাল হয়ে উঠেছে পুরো শহর। বুধবার রাত ৯টার দিকে এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয় আনন্দের শোরগোল। জানা গেছে, দিনহাটা শহরের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা মনা সাহা এক বৃদ্ধ লটারি বিক্রেতার কাছ থেকে ক্রয় করেছিলেন ২৮০ টাকার একটি 'ডিয়ার লটারি'। সেই লটারির ড্র অনুষ্ঠিত হয় রাত ৮টায়। ড্র শেষে নাগাল্যান্ড ডিয়ার লটারির ফলাফল প্রকাশিত হওয়ার পরই মনা সাহা তার টিকিট