খোয়াই: খোয়াই জেলা ভিত্তিক আবাস মেলা ২০২৫ আয়োজিত হয় সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে
Khowai, Khowai | Oct 31, 2025 খোয়াই জেলা ভিত্তিক আবাস মেলা ২০২৫ আয়োজিত হয় সুভাষ পার্ক রাধা কৃষ্ণ মন্দির প্রাঙ্গনে এদিন এর সূচনা করেন খোয়াই জেলার কল্যাণপুরের বিধায়ক পিনাকী দাস চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, তেলিয়ামুরা পুরো পরিষদের চেয়ারপারসন রূপক সরকার, অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা।