কেশপুর: কেশপুরের মুগবসান AB মার্কেটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষুর ছানি অপারেশন শিবির
পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ৫ নম্বর অঞ্চলের মুগবসান AB মার্কেটে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চক্ষুর ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার,জানা গিয়েছে ৬৭ জন বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং ১১ জন চক্ষুর ছানি অপারেশন করেছেন। জানা গিয়েছে মেদিনীপুর রোটারি আই হসপিটালের সহযোগিতায় এবং AB হিউম্যান কেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।