ধর্মনগর: জেলা পুলিশ রিজার্ভ ও পিএস রিজার্ভ টিএস আর আবাসন পরিদর্শন করেন উত্তর জেলার জেলা পুলিশ সুপার
আজ উত্তর জেলার পুলিশ সুপার (SP, North) শ্রী অভিনাশ রায়, IPS, অতিরিক্ত পুলিশ সুপার ও ASP (HQr)-এর সঙ্গে জেলা রিজার্ভ ও পিএস রিজার্ভ টিএসআর আবাসন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি মোতায়েন থাকা জওয়ানদের সঙ্গে প্রশাসনিক বিষয় এবং তাদের কল্যাণমূলক দিক নিয়ে আলোচনা করেন। শ্রী রায় তাদের কাজের পরিবেশ, বাসস্থান ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজ নেন। তিনি সকল পুলিশ ও টিএসআর সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান এবং তাদের মন