সরকারী চাকরি দেওয়ার নামে করে লক্ষাদিক টাকা প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিশ।ধৃত প্রতারকের নাম রাকেশ মণ্ডল বাড়ি পলাশী পাড়ায়। পুলিশ সূত্রে জানা যায় তেহট্টের তারানগর এলাকার কিঙ্কর হালদার নামে এক ব্যক্তি গত দুসরা নভেম্বর পলাশীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন, অভিযোগ করেন তার ছেলে অপু হালদারকে রেলে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লক্ষ টাকা দাবি করে পলাশীপাড়ার রাকেশ মণ্ডল ও আনোয়ার শেখ এবং ৫ লক্ষ ৪৭ হাজার টাকা নেয়।