ধূপগুড়ি: ফের খেরকাটা বস্তিতে চিতাবাঘের হামলায় আহত হল এক ব্যাক্তি, এলাকায় আতঙ্ক
ফের নাগরাকাটার খেরকাটা বস্তিতে চিতাবাঘের হামলার ঘটনা ঘটল।কিছুদিন আগেই চিতাবাঘের হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছিল।এবার ফের চিতাবাঘের হামলার ঘটনার পুরো এলাকায় বর্তমানে আতঙ্কের সৃষ্টি হয়েছে।আহত ব্যাক্তির নাম বুধু ওরাও। বয়স ৫৫।বাড়ি দক্ষিণ খেরকাটাতে।কয়েকদিন আগে যে অস্মিত রায়কে চিতাবাঘে মেরে ফেলেছিল তারই পাশেই বাড়ি বুধু ওরাও এর।জানা গিয়েছে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সে মাঠে গরু আনতে গিয়েছিল। সেই সময় ঝোপের লুকিয়ে থাকা একটি চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে।