কার্শিয়ং: সেভক থেকে রঙ্গপো পর্যন্ত এনএইচ-১০ রাস্তায় যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (NHIDCL)
সেভক থেকে রঙ্গপো পর্যন্ত এনএইচ-১০ রাস্তায় যান চলাচলে বড়সড় সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (NHIDCL)। ৩ আগস্ট রাত ৮টা থেকে ৬ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত সমস্ত ধরনের গাড়ির চলাচল Coronation Bridge (সেভক) থেকে Chitrey পর্যন্ত (Km 0.0 – Km 30.0) বন্ধ থাকবে বলে সরকারি নির্দেশ জারি হয়েছে।এই পদক্ষেপ নেওয়া হয়েছে "নিরাপত্তাজনিত কারণবশত", যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করতে।