রামপুরহাট ২: রাতের অন্ধকারে তারাপীঠে পুকুরে ফেলে গেল নবজাতক চাঞ্চল্য
তারাপীঠে পুকুর থেকে নবজাতকের দেহ উদ্ধার, চাঞ্চল্য বীরভূমের তারাপীঠে পুকুর থেকে সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে তারাপীঠের পালপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার মানুষ একটি পুকুরে শিশুর দেহ ভাসতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে তারাপীঠ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। কে বা কারা নবজাতকটিকে ফেলে গেছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ।