ফরাক্কা: ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু ফারাক্কার খোদা বান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের
ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের ফরাক্কার খোদাবান্দপুর গ্রামের এক পরিযায়ী শ্রমিকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সেলিম সেখ (৩৮)। পেটের রুটি রুজির টানে পার্শ্ববর্তী রাজ্য আসামে কারপেন্টারের কাজে গিয়েছিল পরিযায়ী শ্রমিক সেলিম সেখ। কয়েক মাস আগেই বাড়ির সফর শেষ করেই কাজের উদ্দেশ্য আসামে যান। কিন্ত হঠাৎ কাল রাতে বাড়িতে মৃত্যুর খবর আসতেই কার্যত ভেঙে পড়েছেন পরিবারের স