মূর্তি বিতর্কের জবাব সাঁতারে! দিনহাটায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ স্মৃতি সুইমিং পুল উদ্বোধন মন্ত্রী উদয়নের। শনিবার বিকেলে পাঁচটা নাগাদ সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের ভুয়সী প্রসংশা করেন। উল্লেখ্য কিছুদিন আগে কোচবিহার এ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সম্মুখে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপন কে কেন্দ্র করে বাঁধা দেওয়ার অভিযোগে বিতর্কে জড়ান মন্ত্রী উদয়ন গুহ।