কল্যাণী: AIIMS কল্যাণীতে 'সুস্থ নারী, সক্ষম পরিবার' অভিযান ও ৮ম জাতীয় পুষ্টি মাসের শুভ উদ্বোধন, প্রধানমন্ত্রীর ভার্চুয়াল সভা
Kalyani, Nadia | Sep 17, 2025 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মধ্যপ্রদেশের ধর থেকে, 'সুস্থ নারী, সক্ষম পরিবার' অভিযান ও ৮ম জাতীয় পুষ্টি মাসের শুভ উদ্বোধন করলেন। কেন্দ্র সরকারের লক্ষ্য প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে মাতৃত্ব সুবিধা বিতরণ করা। বুধবার কল্যাণীর AIIMS এই অনুষ্ঠানের ভার্চুয়াল সভা আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের নির্বাহী পরিচালক রামজি সিং, কেন্দ্র সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, কেন্দ্র স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা ।