রানাঘাট ১: ছোটদের কথা ভেবে কার্টুন চরিত্র ছোটা ভিম কে মণ্ডপ সজ্জার থিম হিসেবে তুলে ধরলো সড়কপাড়া 1এর পল্লী দুর্গাপূজা কমিটি
উৎসবের আবহে ছোটদের কথা ভেবে কার্টুন চরিত্র ছোটা ভিম কে এবার দুর্গাপূজায় মণ্ডপ সজ্জার থিম হিসেবে তুলে ধরলো রানাঘাট সড়কপাড়া 1 এর পল্লী দুর্গা পূজা কমিটি। আর সেই ভাবনা থেকেই কার্টুন চরিত্র ছোটা ভীমের গ্রাম ঢোলক পুরের খন্ড চিত্র তাদের মণ্ডপ নির্মানে ফুটে উঠলো। আর সেই ঢোলক পুর গ্রাম দেখতে রাত হলেই উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়।