রানিবাঁধ: খাতড়ার সুপুর মোড়ের নিকটে পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি, আশঙ্কায় স্থানীয়রা
শুক্রবার দুপুরে খাতড়ার সুপুরের কাছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল সরবরাহের পাইপ জেসিবির আঘাতে ফেটে যায়। ফলে ফোয়ারার মতো জল বেরিয়ে রাস্তা ও পাশের ধানজমিতে ঢুকে পড়ে। জল অপচয়ের কারণে এলাকায় পানীয় জলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। খবর পেয়ে দপ্তর সন্ধ্যা থেকে মেরামতির কাজ শুরু করলেও জল সরবরাহ কবে স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। ঘটনার পর জেসিবিটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।