ছট পূজো উপলক্ষ্যে ব্রত ও উপবাস রত মহিলাদের নতুন বস্ত্র দিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক, প্রতি বছরের মতোই এ বছরও ছট পূজো উপলক্ষে ব্রত উপবাস মহিলাদের হাতে নতুন বস্ত্র ও পূজার নৈবেদ্য সামগ্রী তুলে দেন রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, ছট মায়ের আশীর্বাদে সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসুক এই কামনা করেন রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায় আর আজকের দিনে দর্শক ও কর্মী সমর্থকদের ভীড় ছিলো