বর্ধমান ১: পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় ডায়রিয়ায় আক্রান্ত ৭০ জন আবাসিক পড়ুয়াকে ভর্তি করা হলো বর্ধমান হাসপাতালে
পূর্ব বর্ধমানের আউশগ্রামের পিচকুড়ি নববিয়া মাদ্রাসায় ডায়রিয়ার প্রকোপে চাঞ্চল্য ছড়িয়েছে।শনিবার প্রায় ৮০ জনের মত আবাসিক পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, খাবারে বিষক্রিয়ার জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। প্রায় দু’শো জন আবাসিক পড়ুয়া নিয়ে পরিচালিত হয় মাদ্রাসাটি।শনিবার সকাল থেকেই একের পর এক পড়ুয়া অসুস্থ বোধ করতে শুরু করে। পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা যায় তাদের মধ্যে।