কেতুগ্রামের কোমরপুর গোকুলচন্দ্র হাইস্কুলে বৃহস্পতিবার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হল। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষক, ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের উপস্থিতিতে মিলনক্ষেত্র হয়ে ওঠে। এদিন আনুমানিক দুপুর ৩টা নাগাদ অনুষ্ঠানে যোগ দেন এলাকার বিধায়ক শেখ শাহনওয়াজ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। তারা বিদ্যালয়ের দীর্ঘ পথচলা ও শিক্ষাক্ষেত্রে অবদানের কথা তুলে ধরেন।