নদীয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত ভোলাডাঙ্গা এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাডাঙ্গার একটি বাগানে সাইকেল-সহ এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা নাকাশিপাড়া থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নাকাশিপাড়া থানার পুলিশ। পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।