খড়গপুর ১: খড়্গপুরের বড়কলায় তৃণমূলের বিজয় সম্মেলনীতে রাজ্য নেতৃত্বের হাত ধরে তৃণমূলের যোগদান বিজেপি মন্ডল সভাপতির
আজ রবিবার খড়গপুরে অনুষ্ঠিত হয় বিজয় সম্মেলনি। খড়্গপুরের বড়কোলা ৭ নং অঞ্চল তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস এর উদ্যোগে আজ বড়কোলা শিবালয় মন্দির প্রাঙ্গণে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে BJPর সক্রিয় সদস্য মন্ডল সভাপতি দীপক কুমার রায় বিজেপি ছেড়ে তৃণমূলের দলীয় পতাকা ধরে খড়গপুর বিধানসভার বিধায়ক দীনের রায় এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সদস্য প্রদ্যুৎ ঘোশের হাত ধরে তৃণমূল কংগ্রেসের যোগদান করেন।