পাড়া: আনাড়া স্টেশনে অসুস্থ শিশু কন্যার প্রাণ বাঁচাল আরপিএফ ও চিকিৎসকরা
Para, Purulia | Sep 15, 2025 সোমবার সকাল প্রায় এগারোটা নাগাদ নিউ দিল্লি-ভুবনেশ্বর তেজস রাজধানী এক্সপ্রেস আনাড়া রেলওয়ে স্টেশন দিয়ে যাওয়ার সময় এক তিন বছরের শিশু কন্যা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। সেই সময় প্রবল বৃষ্টি চলছিল। ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।খবর পেয়েই আনাড়া রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফ জওয়ানরা দ্রুত ছুটে আসেন। তাঁরা দেরি না করে আনাড়া রেলওয়ে হাসপাতালের চিকিৎসকদের ট্রেনের ভেতরে নিয়ে আসেন। চিকিৎসকরা ট্রেনের মধ্যেই শিশুটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং অল্প