ইংরেজবাজার: সুমিত ঘোষ,মালদা: নির্মীয়মান দোকান ঘরে বোমা উদ্ধার! ছয়-ছয়টি বোমা উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ধুরিটোলা এলাকায়
নির্মীয়মান দোকান ঘরে বোমা উদ্ধার! ছয়-ছয়টি বোমা উদ্ধারের ঘটনায় জোর চাঞ্চল্য ও আতঙ্ক ছড়াল মালদার বৈষ্ণবনগর থানার শাহবানচক ধুরিটোলা এলাকায়। জানা গেছে, রবিবার রাতে নাগাদ ধুরিটোলার বাসীন্দারা এলাকার এক নির্মীয়মান দোকান ঘরের ভেতর একটি প্লাস্টিকের বালতিতে 'ছয়টি বল জাতীয় বস্তু দেখতে পান। সুতলি দিয়ে জড়ানো সেই বল জাতীয় বস্তুগুলিকে স্থানীয়রা বোমা সন্দেহ করে তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণবনগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানটিকে কর্ডন করে রাখে।