সিঙ্গুর: সিঙ্গুরের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে প্রায় ৫৫০ বছরের প্রাচীন ডাকাত কালীমন্দির, কালীপূজায় লক্ষাদিক মানুষের সমাগম
Singur, Hooghly | Oct 20, 2025 সিঙ্গুরের বুকে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ৫৫০ বছরের প্রাচীন ডাকাত কালীমন্দির। প্রাচীন এই মন্দিরকে ঘিরে আজও বিরাজমান এক অলৌকিক আভা। সোমবার কালীপূজার দিন রাত প্রায় ১১টা নাগাদ ভক্তদের ভিড়ে মুখরিত মন্দির প্রাঙ্গণ। হাতে জবার মালা, মিস্টান্ন, ধূপ, মোমবাতি নিয়ে একে একে ভক্তরা পৌঁছে যাচ্ছেন মায়ের চরণে প্রণাম জানাতে। সিঙ্গুরের এই শতাব্দী প্রাচীন ডাকাত কালীমন্দিরে আজও অনুভব করা যায় অটুট ভক্তি, আস্থা আর ঐতিহ্যের অনন্য মেলবন্ধন।