গাজোল: যুব গোষ্ঠী পরিচালনায় রবীন্দ্র সংঘ ২০২৫ সালের দূর্গা পূজা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় ফিতা কেটে হাই স্কুল ময়দানে
Gazole, Maldah | Sep 27, 2025 মালদার গাজোল যুব গোষ্ঠী পরিচালনায় রবীন্দ্র সংঘ দূর্গা পূজার ফিতা কেটে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনের মধ্য দিয়ে শনিবার রাত্রি ৯ টা নাগাদ। গাজোল হাই স্কুল ময়দানে এই দুর্গাপূজা শুভ উদ্বোধন করেন গাজোলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং ও প্রেম চৌধুরী।গাজোলের যুব গোষ্ঠী পরিচালনায় রবীন্দ্র সংঘের ২০২৫ সালের এ বছরের তাদের প্যান্ডেলের থিম রয়েছে গ্রাম্য পরিবেশ অন্নদাতার উপরে থিম। যুব গোষ্ঠী পরিচালনায় রবীন্দ্র সংঘ পক্ষ থেকে জানা গিয়েছে তাদে