কোচবিহার ১: বড় দেবী মন্দিরে শুরু হল অষ্টমীর বিশেষ পুজো, পুজোয় অংশ নিয়েছে জেলা শাসক
মঙ্গলবার সকাল ৯ টা থেকে বড় দেবীর মন্দিরে শুরু হল। অষ্টমীর পুজো। অষ্টমীর পূজো দিতে দেবী বাড়ী মন্দিরে ভির ভক্তদের। রাজ আমলের রীতি মেনে জেলাশাসক প্রথম অঞ্জলি দেওয়ার পর ভক্তদের জন্য খোলা হবে দেবী বাড়ি মন্দির। এই মুহূর্তে চলছে বড় দেবী অষ্টমীর পুজো।