কালনা ১: কালনার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে এনুমারেশন ফর্ম, ঘটনায় তৃণমূল বিজেপি রাজনৈতিক তরজা, তদন্তে পুলিশ
কালনার রাস্তায় পড়ে থাকা একাধিক এনুমারেশন ফর্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে উত্তর গোয়ারা এলাকার STKK রাজ্য সড়কে এই ঘটনা ঘটে। স্থানীয়রা প্রথমে কাগজগুলি দেখতে পান এবং বিজেপি কর্মী কাশীনাথ মণ্ডলকে সেগুলি তুলতে দেখেন। জিজ্ঞাসাবাদে জানা যায়, ফর্মগুলি দক্ষিণ দিনাজপুর জেলার জগন্নাথবাটি এলাকার। এরপর এলাকাবাসী পুলিশে খবর দিলে, কালনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২০টি ফর্ম উদ্ধার করে এবং কাশীনাথবাবুকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।