বর্ধমান ১: কাটোয়া থানার একায়হাট এলাকায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হলে এক মহিলার
কাটোয়া থানার একায়হাট এলাকায় বিষধর সাপের কামড়ে মৃত্যু হলে এক মহিলার। মৃত মহিলার নাম প্রতিমা মজুমদার(৩৯) মৃতের পরিবার সূত্রে জানা গেছে গত শুক্রবার বাড়ির সংলগ্ন বাদরুমে যাবার পথে তার ডান পায়ের গোড়ালির উপরে বিষধর সাপে কামড়ায়। তাকে প্রথমে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক প্রতিমা মজুমদারের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানায় তাকে বিষধর চন্দ্রবোড়া সাপে কামড়েছে।