বালি-জগাছা: অফিসে যাওয়ার পথে হাওড়া মেট্রো স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু wbsedcl এক এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর
অফিসে যাওয়ার পথে হাওড়া মেট্রো স্টেশনে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যু ডব্লিউ বি এস ই ডি সি এল এর একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের। মৃতের নাম বিশ্বজিৎ পাকরাশি (৫১)। বাড়ি হুগলির ত্রিবেণীতে। আজ সকাল সাড়ে নটা নাগাদ তিনি লোকাল ট্রেনে চেপে বাড়ি থেকে সহকর্মীদের সঙ্গে হাওড়া স্টেশনে আসেন। সেখান থেকে মেট্রো চেপে সল্টলেকের করুণাময়ী মেট্রো স্টেশনে যাবার জন্য মেট্রো স্টেশনের দিকে রওনা দেন।