ওন্দা: উত্তরবঙ্গে বিজেপি সাংসদ মাথা ফাটানো প্রতিবাদে,ওন্দা রামসাগরে মুখ্যমন্ত্রী কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ বিজেপি বিধায়ক
Onda, Bankura | Oct 7, 2025 উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ বিলি করতে গেলে বিজেপি সাংসদ খগেন মুর্মু মাথা ফাটানো হয় ও শংকর ঘোষ কে আক্রান্ত করা হয়। সেই প্রতিবাদে আজ মঙ্গল বার আনুমানিক চারটা নাগাদ ওন্দা ব্লকের রামসাগর এলাকায় N H 60 রাস্তা অবরোধ করেন।এই প্রতিবাদ কর্মসূচি তে উপস্থিত ছিলেন ওন্দা বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ রামসাগর পঞ্চায়েত প্রধান।এই দিন রাস্তা অবরোধ করে মুখ্যমন্ত্রী কুশ পুত্তোলিকা জ্বালানো হয়। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় পুলিশ।