গোপীবল্লভপুর ২: গোপীবল্লভপুর ২ব্লকের ডুলুং গেস্ট হাউসে হল বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা সংগঠনের জেলা শাখার অষ্টম বার্ষিক সভা
গোপীবল্লভপুর ২ ব্লকের ডুলুং গেষ্ট হাউসে হল বঙ্গীয় প্রকাশক ও পুস্তক বিক্রেতা সভা সংগঠনের ঝাড়গ্রাম জেলা শাখার বার্ষিক সাধারণ সভা। মঙ্গলবার সংগঠনের এটি অষ্টম বার্ষিক সভা হয়। সভায় ঝাড়গ্রাম জেলার সমস্ত বই বিক্রেতা ও প্রকাশকরা অংশগ্রহণ করেন।সভায় সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।