তেলিয়ামুড়া: জাতীয় ঐক্য দিবস উপলক্ষে তেলিয়ামুড়া থানার পুলিশ রান ফর ইউনিটি কর্মসূচি হাতে নেয়
শুক্রবার সকাল সাত ঘটিকায় তেলিয়ামুড়া থানার পুলিশ জাতীয় ঐক্য দিবস উপলক্ষে রান ফর ইউনিটি কর্মসূচি হাতে নেয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিষান সহ তেলিয়ামুড়া থানার পুলিশ ও থানাতে থাকা TSR জাওয়ানরা।