জামপুইজলা: জনজাতি সংগীত শিল্পীর স্ত্রীর মৃত্যুতে টাকারজলা পরিবারে পাশে দাঁড়ালেন মথা দল
জনজাতি সংগীত শিল্পী বিশ্বনাথ দেববর্মার মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়ালেন মথা দলের নেতৃত্বরা। সোমবার বিকেলে পরিবারে পাশে থেকে সাহায্য সহায়তার আশ্বাস দিন পাশাপাশি পরিবারকে টিটিএটিসি প্রশাসন থেকে সহায়তা করা আশ্বাস দেন।