বহরমপুর: ঘুমন্ত অবস্থায় গাফুলেশ্বর গ্রামে বিষধর সাপের ছোবলেMMC&H-এ মৃত্যু এক শিশুর, শোকের ছায়া পরিবারে
ঘুমন্ত অবস্থায় গাফুলেশ্বর গ্রামে বিষধর সাপের ছোবলে মৃত্যু এক শিশুর আজ সকালের এই মর্মান্তিক ঘটনার পর তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পরেMMC&H-এনিয়ে এলে সেখানে চিকিৎসারত অবস্থায় কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বহরমপুর মর্গে, তার এই মৃত্যুতে তার পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া