পিংলা: মালিগ্রাম এলাকায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনের প্রস্তুতি সভা হল, উপস্থিত লোক সভাপতির শেখ সাবেরাতি
আগামী ১৬ই অক্টোবর পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহা বিজয়া সম্মেলন অনুষ্ঠান আয়োজন করবে। তাই শনিবার দুপুর দুটো নাগাদ পিংলা ব্লকের মালিকগ্রাম এলাকায় তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাবেরাতি,পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই সিং, ৫ নম্বর মালিকগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা।