নাকাশিপাড়া: 𝚂𝙸𝚁 আতঙ্কের স্টোক হয়ে রাতে হাসপাতালের থেকে নার্সিং হোমে ভর্তি কাশিয়াডাঙার এক বৃদ্ধা অবস্থা আশঙ্কা জনক
ঘটনাটি ঘটেছে নাকাশীপাড়া কাশিয়াডাঙায় নাজিরুন বেওয়া 60 বছরে এক বৃদ্ধার। বিল্লগ্রাম অঞ্চলের অন্তর্গত কাশিয়াডাঙায় ৬৮নম্বর বুথের বাসিন্দা তিনি। 𝚂𝙸𝚁 আতঙ্কের স্টোক হলে, রাতে বেথুয়াডহরী হাসপাতাল থেকে শক্তি নগর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে NRS স্থানান্তর করা হয়। বিধবা ওই মহিলার আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তাকে দেখাশোনা করার মত সেরকম পরিবারের লোকজন না থাকায় তাকে স্থানীয় মানুষের সিদ্ধান্ত নেন তাকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে আসার।