ময়না: গোড়াহারে সমবায় সমিতির নির্বাচনের তৃণমূল প্রার্থীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ BJPর বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার BJP র
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি ২ ব্লকের গোড়াহার সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে ভোররাতে বিজেপির প্রার্থীর বাড়ির লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। সবাই নির্বাচনে একতরফা জয়লাভ করে বিজেপি জয়লাভ করার পর গতকাল রাতে গোরাহার জলপাই কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নটের নায়কের বাড়ি ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে |আতঙ্কিত হয়ে ঘরছাড়া হতে হয় তৃণমূলের প্রার্থীকে |ঘটনাস্থলে পুলিশ