আলোয় সেজে ওঠা মঞ্চ, সুরের মূর্ছনায় ভরা রাত আর উচ্ছ্বসিত দর্শকের ভিড়—এই আবহেই হীরক জয়ন্তী বর্ষপূর্তি উৎসবের শেষ অধ্যায়ে পৌঁছল ধগাড়ী হাই স্কুল (উঃ মা)। ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর ২০২৫—টানা তিন দিনের অনুষ্ঠান শেষে শুক্রবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত ধানঘোরী এলাকায় অনুষ্ঠিত হলো তৃতীয় ও শেষ দিনের বিশেষ সঙ্গীত সন্ধ্যা।এদিনের অনুষ্ঠানকে ঘিরে ছাত্র-ছাত্রীদের পাশাপাশি এলাকার মানুষজনের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা।