তপন: সাম্মানিক ভাতা বৃদ্ধি সহ ১২ দফা দাবিতে তপনে CDPO-র নিকট ডেপুটেশন অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের
তপন ব্লকে অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের বিভিন্ন দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করল সারা বাংলা অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী সমিতি। সোমবার বিকেল সাড়ে চারটা নাগাদ সম্পন্ন হয় এই কর্মসূচি। তপনের CDPO-র নিকট এই ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তাঁদের ন্যায্য দাবিগুলি দীর্ঘদিন ধরে অমীমাংসিত রয়েছে। ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে, সাম্মানিক ভাতা বৃদ্ধি, কর্মীদের মোবাইলের মূল্য প্রদান, শিশু খাদ্যের তালিকায় ডিম কেনার মূল্য বাড়ানো সহ মোট ১২ দফা দাবি।