দার্জিলিং-পালবাজার: কুমাই এলাকায় ১৫৫টি পরিবার অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে যোগদান করল IGJF দলে
পাহাড়ে বড় ভাঙ্গন বিভিন্ন রাজনৈতিক দলে। ৪৪ নং সমষ্টির অন্তর্গত কুমাই এলাকায় ১৫৫ টি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে যোগদান করল অজয় এডওয়ার্ডের রাজনৈতিক দল ইন্ডিয়ান গোর্খা জনশক্তি ফ্রন্ট দলে। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দলে যোগদানকারীদের খাদা পরিয়ে দলে স্বাগত জানালেন সভাপতি অজয় এডওয়ার্ড। জানা গিয়েছে দলে যোগদানকারীরা অধিকাংশই ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা,GNLF সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করেছেন।