পাথরপ্রতিমা: পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপকে ঘিরে আতঙ্ক, ঘটনাস্থলে বনাধিকারীক,বনকর্মী
ডিসেম্বরের শুরুতেই সুন্দরবনে বাঘের আতঙ্ক,পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে ঠাকুরান নদীর পরে দেখা গেল বাঘের পায়ের ছাপ,নদী পার হয়ে জঙ্গলের পথ ধরে একটি বাঘ লোকালয়ে ঢুকতে পারে বলে মনে করা হচ্ছে, আজ অর্থাৎ ২রা ডিসেম্বর সকাল থেকে নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে,পাতা হয়েছে লোহার খাঁচা,ঘটনাস্থলে জেলার ২ বনাধিকারিক,রেঞ্জার, বনকর্মী