খানাকুল ১: ডাক্তার দেখাতে বেরিয়ে তোকিপুর স্টেশনে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মহিলার
ডাক্তার দেখাতে বেরিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল মহিলার।ঘটনাটি ঘটে শনিবার পুরশুড়ার তোকিপুর স্টেশনে।মৃতার নাম পাপিয়া জানা(৪৯)বাড়ি চিলাডাঙ্গি।জানা যায়,এদিন আরামবাগে ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছেন পাপিয়া দেবী।তোকিপুর স্টেশনে পৌঁছে রেল লাইনের পাশে দিয়ে হাঁটার সময় তারকেশ্বর গামী ট্রেন তাকে পেছন থেকে ধাক্কা মারে।ঘটনায় আহত হন তিনি।RPF এর সহযোগিতায় পুরশুড়া থানার পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।