মাথাভাঙা ২: জবকার্ডের কেওয়াইসি করাতে কাঁচা রসিদে ট্যাক্স নেওয়ার অভিযোগে পারাডুবিতে চাঞ্চল্য
জবকার্ডের কেওয়াইসি করানোর নাম করে এক টুকরো সাদা কাগজে কাঁচা রসিদে খাজনা বাবদ টাকা নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে বুধবার দুপুর একটা নাগাদ মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবিতে। এদিন গ্রাম পঞ্চায়েত চত্বরে জবকার্ডের কেওয়াইসি করাতে ও খাজনা দিতে উপভোক্তাদের ব্যাপক ভিড় পরে।স্থানীয় বাসিন্দা তথা উপভোক্তাদের অভিযোগ, কেওয়াইসি সম্পন্ন করার জন্য গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ উপভোক্তাদের কাছ থেকে কাঁচা রসিদে খাজনা বাবদ টাকা আদায় করছে। এভাবে কাঁচা রসিদে অর্থ নেওয়া যায়