মুরারই ২: এদরাকপুর গ্রামে কার্তিক ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হল এদরাকপুর গ্রামে একটি পুকুরে
আজ ১৮ নভেম্বর মঙ্গলবার আনুমানিক রাত্রি দিকে। বীরভূম জেলার মুরারই ২ নম্বর ব্লকের অন্তগত নন্দীগ্রাম অঞ্চলের। এদরাকপুর গ্রামে কার্তিক ঠাকুর শোভাযাত্রার মাধ্যমে নিরঞ্জন করা হয়েছে এদরাকপুর গ্রামে একটি পুকুরে।এদরাকপুর গ্রামে কার্তিক ঠাকুর নিরঞ্জনে অংশগ্রহণ করেছিলেন এদরাকপুর গ্রামবাসীরা।সেই ছবি উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।