পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে আটটা নাগাদ রামপুরহাট ২ নম্বর ব্লকের মারগ্রাম থানার অন্তর্গত তপন গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র ঝগড়ার সময় অভিযুক্ত স্বামী হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন বলে প্রাথমিক অনুমান। গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূ কোনওরকমে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ।