কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় যা শীত পড়েছে, সাম্প্রতিক অতীতে এই রকম চিত্র দেখেনি দক্ষিণবঙ্গবাসী। দিনভর শীতের কাঁপুনি বাড়াচ্ছ কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া। গত ১৩ বছরের রেকর্ড ভেঙে রাজ্যে খেলা দেখাচ্ছে শীত। আবহাওয়া দপ্তর বলছে, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শীতের দাপট থাকবে চরমে।