সাঁতুড়ি: সাঁতুড়ি ব্লকের গড়শিখা গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত BDO,জয়েন্ট BDO,ZP সদস্য
রাজ্যের বিভিন্ন এলাকার পাশাপাশি পুরুলিয়ার সাঁতুড়ি ব্লকেও চলছে পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আমাদের পাড়া,আমাদের সমাধান কর্মসূচি।শুক্রবার সাঁতুড়ি ব্লকের গড়শিখা গ্রাম পঞ্চায়েতের বেড়িয়া হাইস্কুলে এই কর্মসূচিতে গড়শিখা গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে এই সভা করা হয়। জেলা পরিষদের সদস্য কমল মন্ডল জানান,এদিনের সভায় তিনটি বুথের গ্রামবাসীদের কাছ থেকে উন্নয়নের একাধিক কাজ উঠে আসে। সে গুলি লিপিবদ্ধ করা হয়েছে।