চুঁচুড়া-মগরা: দোকানের উপর ভেঙে পড়লো গাছ আতঙ্কিত ব্যবসায়ীরা ঘটনাটি চুঁচুড়ার
দোকানের উপর ভেঙে পড়ল গাছ আতঙ্কিত ব্যবসায়ীরা। চুঁচুড়ার আখন বাজারে রয়েছে পরস্পর দোকান। সেই দোকানের পিছনে রয়েছে একটি বড় অর্জুন গাছ। বিকেলে হঠাৎই গাছের একটা বড় অংশ ভেঙে পড়ে নিচের দোকানের উপর। আতঙ্কিত হয়ে পড়ে ব্যবসায়ীরা। তবে সেই সময় দোকানে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেয়েছে ব্যবসায়ীরা।